ঢাকা, বৃহস্পতিবার, ২ মে, ২০২৪

করোনায় ময়মনসিংহ মেডিকেলে আরও ১৪ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের (মমেক) কোভিড ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দুইজন ও এর উপসর্গ নিয়ে আরও ১২ জন মারা গেছেন। শনিবার (২৪ জুলাই) মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন। কোভিড-১৯ আক্রান্ত হয়ে প্রাণ হারানো ব্যক্তিরা হলেন- ময়মনসিংহ সদরের নাজনিন (৫৮) ও টাঙ্গাইলের সখিপুরের জেসমিন (৪৫)।


উপসর্গ নিয়ে মৃতরা হলেন- ময়মনসিংহ সদর উপজেলার নাসরিন (৩৮), ইলমা (২৪), ঈশ্বরগঞ্জের রাবেয়া (৭৪), আব্দুর রোউফ (৫৫), নেত্রকোনা সদরের আজিজুন্নেসা (৯২), খালিয়াঝুড়ির নুরজাহান (৭৫), আফাজুদ্দিন (৮৫), জামালপুরের সদরের রত্না (৩২), বকশীগঞ্জের আব্দুল মান্নাফ (৬০), টাঙ্গাইল সদর উপজেলার রাজিয়া (৭০), ম্রিনাল (৬০), গাজীপুর সদর উপজেলার আব্দুর রাজ্জাক (৭৫)।


তিনি আরও বলেন, আইসিইউতে ২২ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ৪২৬ জন চিকিৎসাধীন আছেন। নতুন ভর্তি ৬৬ জন ও সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ১৭ জন।


ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও এন্টিজেন টেস্টে ৩৮৪টি নমুনা পরীক্ষা করে ৯০ জন করোনা শনাক্ত হয়েছেন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৩ দশমিক ৪৩ শতাংশ।

ads

Our Facebook Page